সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবীদের আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে বহিরাগতদের নিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ধাওয়ায় পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় কেন্দ্রীয় নেতাসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
তারা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ ঘটনায় আদালত এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) খালেদা জিয়ার মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় আইনজীবীদের পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা থেকে আইনজীবীরা অংশ নেন। জেলা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা বের হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাদাশ গুহ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু দিনভর বৃষ্টির কারণে বেলা সোয়া দুটার দিকে আইনজীবী সমিতির শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে সমাবেশ শুরু করে বিএনপিপন্থী আইনজীবীরা। এখানে সমাবেশ করতে নিষেধ করছিল জেলা আইনজীবী সমিতি।
এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ল ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীন, প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল, সদস্য সচিব সুব্রত চৌধুরীসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও বিভিন্ন জেলার নেতারা।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি দল ভেতরে প্রবেশ করে সভা করতে নিষেধ করে স্লোগান শুরু করলে হট্টগোল শুরু হয়। বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে আওয়ামী লীগপন্থীরা বাইরে গিয়ে ফের দুই দফা হামলার চেষ্টা চালায়।
সেখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে ছাত্রলীগের একটি দলও যুক্ত হয় আইনজীবীদের সঙ্গে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ পরিস্থিতিতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় বিএনপিপন্থী আইনজীবীরা। পরে তারা বৃষ্টিতে ভিজে নগরীর টাউনহল এলাকা দিয়ে মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
পদযাত্রা শেষে সমাবেশে কেন্দ্রীয় ল ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, একদল উশৃঙ্খল জনতা ও কিছু আইনজীবী একত্রিত হয়ে আমাদের পদযাত্রা শুরুর সময় হামলা করা করেছে। এই হামলা করে কোনোদিন কোনো আন্দোলন ঠেকানো যায় না। এই সরকারের পতন হবেই।
ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, উচ্চ আদালতের নির্দেশ আছে আদালত প্রাঙনে কোনো মিটিং-মিছিল করা যাবে না। বিএনপিপন্থী আইনজীবীদের দুবার নিষেধ করা হয়। তা না মানায় সাধারণ আইনজীবীরা ফুঁসে উঠে তাদের মিটিং পণ্ড করে দিয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
জেবি