সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের চৌগাছায় প্রতিপক্ষের গুলিতে জাহাঙ্গীর আলম ওরফে খোকন (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে চৌগাছ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম খোকন দৌলতপুর গ্রামের ইছাহক আলীর ছেলে। তাকে মুমুর্ষ অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ভাগ্নে রাজু আহামেদ সাংবাদিকদের জানান, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মামা-ভাগনে গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সানোয়ার হোসেন ওরফে ফেন্সি সানোয়ারের সঙ্গে মাদক চোরাকারবারি নিয়ে বিরোধ ছিল জাহাঙ্গীর আলম খোকনের। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। বুধবার দিবাগত রাত ১২টায় ৪৫ মিনিটের দিকে জাহাঙ্গীর আলম খোকন নিজের ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় সানোয়ার হোসেন এবং দৌলতপুর গ্রামের খোরশেদের ছেলে আবুল কাশেম (৪৪) ঘরের জানালা দিয়ে ছয় রাউন্ড গুলি করে। গুলিতে জাহাঙ্গীর আলমের বাম হাতের দুটি আঙ্গুল ভেঙে যায় এবং একটি গুলি তার বুক ভেদ করে ছিদ্র হয়ে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। হামলাকারীদের পরিচয় জাহাঙ্গীর ওরফে খোকন নিজে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন রাজু আহমেদ এবং প্রতিবেশীরা। রাজু আরও জানান, ‘ঘটনার পরপরই দ্রুত জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিলে আমরা তাকে ঢাকায় নিয়ে এসেছি।’
আহতের ভাই মোহাম্মদ বাবু জানান, রাতে ভাইয়ের চিৎকারে দ্রুত তার ঘরে এসে দেখি ভাইয়ের হাতে ও পেটে গুলি লেগেছে। আরও তিনটি গুলি ঘরের মধ্যে দেয়ালে লেগেছে। মেঝেতে গুলির খোসাও পড়ে আছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, গুলিবিদ্ধের বিষয়টি শুনেছি। প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। পরে বিস্তারিত বলতে পারব।
জেবি