সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে জেলের হাতে ধরে পড়েছে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বিক্রি হয় ৮০ হাজার টাকায়। মাছটি একনজর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে তিস্তা পাড়ে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে তিস্তা নদীর কোলে মাছ ধরতে গেলে মহাসিনের জালে ৭২ কেজি ওজনের বিশাল ওই বাঘাআইড় মাছটি ধরা পড়ে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকালে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইড় মাছটি তার জালে ধরা পরে। পরে বাজারে নিলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে ভাগাভাগি করে নেয়।
এ বিষয়ে জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে সে মাছ ধরতে যায়। এসময় জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের ওই বাঘাআইড় মাছ ধরা পড়ে । পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি করি।
এম