সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে। ধীরে ধীরে সব দখল হবে। এখনও সময় আছে পদত্যাগ করুন। জনগণ আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় জেলা ও মহানগর বিএনপির রোডমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমেরিকা লন্ডন ঘুরেও শূন্য হাতে ফিরে এসেছে। সরকার যে ভোটচোর এটা আজ সারা পৃথিবী জানে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রামে রোডমার্চ করছে বিএনপি।
সরকার সবদিকে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পায়তারা করছে সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার যে ভোটচোর এটা আজ সারা পৃথিবী জানে। কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে। এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পায়তারা করছে। এবার আর এসবে কাজ হবে না বলে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমোবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রোডমার্চে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্ল্যাহ বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়াসহ কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা থেকে অন্তত দেড়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেনীর মহিপাল, চট্টগ্রামের মীরসরাই তারুণ্যের রোডমার্চের সর্বশেষ জনসভা করবে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে।
জেবি