সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবৈধ ও অনিবন্ধিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি অবৈধ ক্লিনিককে তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে সিলগাল করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলা বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ পান্তি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ভূঞা জনী।
জানা যায়, অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিকের মাধ্যমে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ও জীবন বিপন্নকারী কার্যক্রম বন্ধের লক্ষ্যে উপজেলার পান্তি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তিনটি প্রতিষ্ঠান হলো জননী মেডিকেল হল, মা মনি ডায়াগনস্টিক সেন্টার, আশ শেফা নরমাল ডেলিভারি ও হেলথ কেয়ার সেন্টার।
প্রতিষ্ঠানগুলো কার্যক্রম বন্ধ করার নির্দেশনাসহ প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক, পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি ও বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আরমান মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ভূঞা জনী বলেন, নির্ভুল স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিছু অসাধু ব্যক্তিদের জন্য এই স্বাস্থ্যসেবা বিপন্ন হচ্ছে। জনস্বার্থে তাদের নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে।
জেবি