দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আম গাছের ডাল ফাঁস লাগানো অবস্থায় আবুল কালাম (২০) বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) সকালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রাম থেকে আম গাছের ডালে ফাঁস লাগানো মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম ওই গ্রামের মো. গিয়াস উদ্দিন ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে আবুল কালামের বনিবনা না হওয়ায় সম্প্রতি তাকে তালাক দিয়ে চলে যায় স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, তালাকের বিষয়টি সে মেনে নিতে পারেনি এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাই সে এ পথ বেঁচে নিয়েছ বলে তিনি মনে করেন।
আবুল কালামের মা আনোয়ারা বেগম জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো খাবারের খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় আবুল কালাম। বুধবার ভোরে ঘুম ভেঙ্গে গেলে দেখি আমার ছেলে তার রুমে নাই। অনেক খোজাখুজির একপর্যায়ে নিজ বসত বাড়ির উত্তর পার্শ্বে পুকুর পাড়ের আম গাছের ডালের সঙ্গে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় আমার ছেলের ঝুলন্ত নিথর দেহ দেখতে পাই।
পরে সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। মৃত আবুল কালামকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ।
সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্চেনা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেবি