সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে শহরে মেশিনারিজ দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে শহরের বাগেরহাট স্টেডিয়ামের সামনে মনির মেশিনারিজের সার্টারের ৬টি তালা ভেঙে ট্রাকে করে দোকানের ৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় চোরেরা। সকালে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দমন করেছে।
মনির মেশিনারিজের মালিক মালিক মনির হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি দোকানের সার্টারের ৬টি তালা ভেঙে চোরেরা বিভিন্ন সাইজের ৮০ পিস টায়ার, নগদ টাকা, দুই ড্রাম ভর্তি ডিজেল, মোবিলসহ প্রায় ৭ রাখ টাকার মালামাল নিয়ে গেছে।
পার্শ্ববর্তী দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত তিনটার দিকে সড়ক অফিসের দিক থেকে নম্বর প্লটবিহীন একটি ট্রাক দোকানের সামনে এসে দাঁড়ায়। পরে সার্টারের তালা ভেঙে দোকানের মালামাল নিয়ে আবারো ট্রাকটি ঘুরে সড়ক অফিসের দিক চলে যায়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করেছে।
জেবি