দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে নাশকতার মামলায় শহর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী শহরের ভাগদি এলাকার মো. শাহাজ উদ্দিনের ছেলে ও শহর জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান (৪৫), শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার সাহাব উদ্দিন আহম্মেদের ছেলে ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ রিগান (৩০), শহরের শালিধা এলাকার মৃত আ. মান্নানের ছেলে ও শহর জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আমজাদ হোসেন (৫২), পূর্ব ভেলানগর এলাকার মৃত আ. ওদুদের ছেলে ও জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং সাহেপ্রতাব হুগলিয়া এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে ও শহর জামায়াত সদস্য হাবিব হাসান (৩৫)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানায়, গত ২৯ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার দিনব্যাপী নরসিংদী মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচলনা করে শহরের ভেলানগর, শালিদা, গাবতলী, বাসাইল ও চিনিশপুর এলাকা থেকে ৫ জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আসামিদের নাশকতায় জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নাসির আহমেদ রিগান শহর ইসলামী ছাত্র শিবির সাবেক সভাপতি, নরসিংদী জেলা জামায়াতের যুব বিভাগ নরসিংদী শহর মেসেঞ্জার গ্রুপের এডমিন, ও জামায়াত শিবিরের অর্থদাতা। রাষ্ট্রবিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে ।
জেবি