সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন আতশবাজির বিকট শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত থাকে, ডিজে পার্টি আর তরুণ-তরুণীদের নাচে গানে উত্তাল থাকে ঠিক সেই পরিবেশের মধ্যেই একটি ব্যতিক্রমি বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করল সোনাগাজীর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক।
বিয়ে বাড়িতে ছিল না কোনো আতশবাজি আর ডিজে পার্টির অনুষ্ঠান। ছিল এক ঝাঁক কুরআনের হাফেজের সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের দৃশ্য। কুরআন খতম আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয় গায়ে হলুদ অনুষ্ঠান।
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম। তিনি সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যপারী বাড়ির চানমিয়ার কন্যা সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের। গতকাল মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে খতমে কুরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন সাইফুল ইসলাম।
জেবি