সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুর গ্রামে নজরুল নার্গিস বিদ্যানিকেতনের পাশে নজরুল নিকেতনের নামে দান করা জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ অক্টোবর) জমিদাতা পরিবারের সদস্যরা নজরুল নিকেতনের টিনের ঘরের (বিজ্ঞানগার) চারদিকে বড়ই কাঁটা ফেলে বাঁশ নেট দিয়ে গাছ লাগিয়ে দখলে নিয়েছে। মুরাদনগর উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ করেন শিক্ষক, জনপ্রতিনিধিসহ কবি পত্নী নার্গিস পরিবারের লোকজন।
ইউপি সদস্য জাকির হোসেন জানান, ১৯৯০ সালে দৌলতপুর গ্রামের আব্দুল গনি মুন্সি ও লুৎফর রহমান মুন্সি ৩৩ শতক জমি নজরুল নিকেতনের নামে দান করেন। দান করে দিলেও জমিদাতারা বিভিন্ন সময় জমিটি দখলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সভাপতিসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও করেছেন। তাদের দানকৃত জমিটি ফিরে পাওয়ার জন্য কোর্টে মামলা দায়ের করলেও আদালত নজরুল নিকেতনের পক্ষে রায় দিলেও তা অমান্য করে দানকৃত জমিতে থাকা গাছ কেটে বিক্রি করে দেন জমিদাতারা।
নজরুল নার্গিস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, বিদ্যানিকেতনের জায়গায় টিনের ঘর তুলে বিজ্ঞানাগার করেছি। ওই বিজ্ঞানাগারে চারদিকে বড়ই কাঁটা, বাঁশ, নেট দিয়ে জমিদাতারা ৯ শতাংশ জমিতে আবারও গাছ রোপণ করে জমিটি দখলে নিয়েছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
বিদ্যানিকেতন সভাপতি মো. বাবলু আলী খাঁন বলেন, ৩৩ শতাংশ জমি কুমিল্লা জেলা প্রশাসনের নামে ১৯৯০ সালে ওই জায়গায় দিয়ে নজরুল নার্গিস বিদ্যানিকেতন প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে। এখন জমিদাতা ওই জমি ফেরত চাইছেন। জোরপূর্বক দখল করে নিয়েছেন। এ ব্যাপারে কুমিল্লা বিজ্ঞ আদালতে একটি মামলা হয়। ওই মামলায় নজরুল নার্গিস বিদ্যানিকেতন নামে রায় আসে। তারপরও ওই জায়গাটা বেড়া দিয়ে দখলে নিয়েছেন জমিদাতা।
এ বিষয়ে জমিদাতা লুৎফর রহমান মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাড়িতে নেই। গাছ লাগানোর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। খোঁজ নিয়ে জানাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। আমি নজরুল বিদ্যানিকেতন পরিদর্শনে যাব। নজরুল নিকেতনের নামে দান করা জমি ফেরত নেয়ার কোনো সুযোগ নেই। দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
জেবি