সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মধ্যরাতে ঘরে ঘুমিয়ে ছিল দুই শিশুসন্তান। কে বা কারা ঘরের মূল দরজা রশি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেয়। আর সেই আগুনে পুড়ে মারা যায় শিশু দুইটি। ঘটনাটি ঘটেছে ফেনীতে।
নিহতরা হলো- মাইদুল ইসলাম শাহাদাত (১৩) ও রাহাদুল ইসলাম গোলাপ (৬) নামের দুই শিশু নিহত হয়েছে। নিহত শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ি মোহাম্মদ রনি হোসেনের বাসায় এ আগুন লাগে।
ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এরমধ্যেই দুই সন্তানকে চোখের সামনেই আগুনে পুড়তে দেখেন বাবা-মাসহ প্রতিবেশীরা।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে জানিয়েছেন, তারা আগুন নেভাতে এসে দেখেন ঘরটির প্রধান দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। যাতে ঘর থেকে কেউ বের হতে না পারে। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।
এদিকে চোখের সামনেই সন্তানদের পুড়ে ছাই হতে দেখে জ্ঞান হারিয়ে নিহতদের বাবা-মা মোহাম্মদ রনি হোসেন ও পলি আক্তার। বার বার জ্ঞান হারাচ্ছেন তারা।
স্থানীয়রা জানায়, তাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে শাহাদাতের দগ্ধ মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
নিহত দুই শিশুর বাবা রনি বলেন, কয়েকদিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের মৃতদেহ দাফন করতে গেলে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেওয়ার দফায় দফায় হুমকি দেয় তারা। এরই ধারাবাহিকতায় তারা এই আগুন লাগিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
খবর পেয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ঘটনাস্থলে যান।
পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন মেয়র ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ