সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক এলাকা বনরুপার আলিফ মার্কেটের নিচে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৩৯ জন জুয়ারীকে হাতেনাতে আটক করেছে এপিবিএন-১ রাঙামাটি কর্তৃপক্ষ।
এপিবিএন পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নগদ টাকা, মোবাইলসহ বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী জব্দ করা হয়।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু সংখ্যক জুয়ারী জুয়া এবং মাদক সেবন করছেন। সেই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে জুয়ার আসর থেকে মোট ৪৮ হাজার ৯৪০ টাকা উদ্ধার করেছি। ৩৯ জন জুয়ারীকে আটক করা হয়েছে। এদেরকে থানায় সোপর্দ করা হবে।
এফএইচ