সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফুলবাড়ী আমলি আদালতের বিচারক লিটন চন্দ্র রায় এ আদেশ দেন।
এরপর বিকেলে তাদের জেলহাজতে পাঠায় পুলিশ। একই মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলসহ ১২ আসামিকে জামিন দেওয়া হয়।
আদালতের জামিন পাওয়া বিএনপি নেতা আব্দুল মান্নান মুকুল এ তথ্য নিশ্চিত করেন।
মান্নান মুকুল বলেন, আওয়ামী লীগের করা মামলায় সোমবার দুপুরে আমরা ৩৭ নেতাকর্মী আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করি। আদালত ১২ জনকে জামিন দিলেও অপর ২৫ জনকে কারাগারে পাঠান।
প্রসঙ্গত, শনিবার বিকেলে ফুলবাড়ী উপজেলা শহরের তিনকোণা মোড়ে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ওই রাতেই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলসহ বিএনপি ও ছাত্রদলের ৪০ নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
জেডএ