দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুখতাদিরুল আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসী, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা সিভিল সর্জনের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন নিরাপত্তার মধ্য দিয়ে পালনের সকল বিষয়ে প্রয়োজনীয় প্রস্ততি গ্রহণ করা হয়।
জেলায় এবার ব্যক্তিগত বাসাবাড়ি ও ক্লাব থেকে ১৫৭ টি পূজামণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা এবং জেনারোটরসহ সার্বক্ষণিক বিদ্যুত ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে পূজা মণ্ডপগুলোতে মাদক মুক্ত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।
জেবি