সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরে মাদক মামলায় অ্যাথলেটিকস হোস্টেলের সাবেক কেয়ারটেকারসহ দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালস দেওয়া হয়েছে। সোমবার (২ অক্টোবর) যশোরের অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ রায় দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরতলীর খোলাডাঙ্গার আব্দুল বারেক শেখের ছেলে সামাদ ও ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের নাসির ফারাজির ছেলে মাইক্রোবাস চালক মোফাজ্জেল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১১ ডিসেম্বর যশোরের র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্রীড়া ভবনের সামনে অবস্থান নেয়। দুপুর সোয়া ১টার দিকে এ্যাথলেটিকস হোস্টেলের সামনে থেকে একটি মাইক্রোবাস বেরিয়ে যাওয়ার সময় সেটি থামায় র্যাব। মাইক্রোবাস তল্লাশি করে পেছন থেকে বিশেষ কায়দায় তৈরি কাঠের বক্স থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এরপর চালক মোফাজ্জেলের স্বীকারোক্তিতে যশোরের জেলা প্রশাসকের উপস্থিতিতে এ্যাথলেটিক হোস্টেলের রুমের তালা ভেঙে তল্লাশি করে আরও দেড় লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি শাহজাহান আলী বাদী হয়ে আটক মোফাজ্জেলসহ ৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই অপূর্ব হাসান ২০১০ সালের ১৬ মার্চ ৪ জনকে অভিযুক্ত ও অপর একজনের অব্যহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘসাক্ষ্য গ্রহণ শেষে আসামি সামাদ ও মোফাজ্জেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি সবুজ ও জনিকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত দুজনই পলাতক রয়েছে।
জেবি