সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের চান্দনা এলাকায় চাঁদার দাবিতে আবাদ এম্ব্রয়ডারি নামের পোশাক কারখানায় হামলা ও এক কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে দাবি করা চাঁদা দিতে দেরি হওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়।
আহত নাজিম উদ্দিন আবাদ এম্ব্রয়ডারি কারখানার কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করেন। তার বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানা গেছে।
কারখানার চেয়ারম্যান সারোয়ার হোসেন জানান, চান্দনা এলাকায় আবাদ এম্ব্রয়ডারি নামে তার তৈরি পোশাক কারখানা রয়েছে। স্থানীয় বখাটে সিয়াম ও তার কয়েকজন সহযোগী নৌকা ভ্রমণের নামে কারখানায় চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে দেরি হওয়ায় সোমবার দুপুরে অভিযুক্ত সিয়ামসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায় এবং ভিকটিম নাজিমকে সামনে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
তিনি আরও জানান, পরে তাকে সহকর্মী শ্রমিকরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি ও গ্রেপ্তার দাবি করেছেন কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ।
আরএ