সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় প্রলীন চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহতের বাড়ি সাজেকের মাচালং এলাকায়। সোমবার (২ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে প্রলীন চাকমা মোটরসাইকেল চালিয়ে সাজেকে মাচালং এলাকায় তার বাসায় ফেরার পথে একটি ড্রেম্ব ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
অপরদিকে, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় মিনি ট্রাক উল্টে ১২ জন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়িগামী একটি মিনি ট্রাক ১২ জন পর্যটক নিয়ে সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা পর্যটকরা সড়কে ছিটকে পড়ে আহত হয়। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পরে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি