সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৫ বছর আগে মারা যাওয়া শ্বশুরের কবরের মাটি খুঁড়ে নষ্ট করেছে তার নেশাখোর জামাতা মো. দুলাল হাওলাদার। শনিবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে মৃত সেকান্দার হাওলাদারের বাড়িতে।
জানা গেছে, ১৫ বছর আগে আপন চাচা মৃত সেকান্দার হাওলাদারের মেয়ে রেশমা আক্তার রিপাকে বিয়ে করেন শাহজাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার। তাদের তিন ছেলে রয়েছে। ইতোমধ্যে দুলাল নেশায় আসাক্ত হয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন দুলাল। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দেড় বছর আগে রিপা দুই ছেলেকে নিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টে চাকরি নেন। আর বড় ছেলেকে নিয়ে দুলাল বাড়িতে থাকেন।
এদিকে স্ত্রীকে ঢাকা থেকে বাড়িতে আনার চেষ্টা করে ব্যর্থ হন দুলাল। এরপর শনিবার ১৫ বছর আগে মারা যাওয়া সেকান্দার হাওলাদারের কবরের মাটি খুঁড়ে ভেঙে ফেলার চেষ্টা করে দুলাল। তবে এলাকাবাসী বাধা দিলে সে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় কবরটি পুনরায় ঠিক করে দেয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইউ