সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের শরীফপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানার গুদাম ও বাসা বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পরিত্যক্ত ঝুট মালামাল, কেমিক্যাল ও বাসা বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত তিনটার দিকে নগরের বাসন থানার শরীফপুর এলাকার একটি বাসায় আগুন লাগে।
মুহূর্তে আগুন আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে বিস্তৃত হয়। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুনে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাসা বাড়িতে ভাড়ায় বসবাসকারী শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। তারা বলছেন, আগুন লাগার পর জীবন নিয়ে বের হতে পারলেও কোনো মালামাল বের করতে পারেননি। তাদের দাবি, আগুনে কলোনির অন্তত ৫০টি রুম, মালামাল, নগদ টাকা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১৫টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল, কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে।
জেবি