সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা না দিয়ে স্থান ত্যাগ করে চলে আসার চেষ্টার সময় গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি হয়েছে। তবে রাতে প্রাথমিক চিকিৎসা নেন আরও নয়জন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১ অক্টোবর) রাতে বোদা উপজেলার ১০ নম্বর পাঁচপীর ইউনিয়ন ছাত্রলীগের সন্মেলন স্থলে। এই ঘটনা নিয়ে রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপির ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ তার ফেসবুক আইডিতে স্থানীয় চেয়ারম্যান বাবু অজয় কুমার বর্ম্মন,সাবেক ছাত্রলীগ নেতা মারুফ রায়হান ও মুনকে দোষী সাব্যস্ত করে একটি পোস্ট করেন। সেখানে তিনি নিন্দ্রা ও হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
তবে হামলা বা ভাঙচুর কোন কিছুর সঙ্গে জড়িত নন বলে জানান স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার বর্ম্মন।
তিনি জানান, প্রথম অধিবেশন শেষ করে আমি আমার পরিষদে চলে আসি। আর কমিটি গঠনের সময় নাবিদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আরও অনেকে ছিল। তারা সেখানে কি করেছিলেন আমি জানি না। এ ছাড়া আমার কোনো ব্যক্তিগত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিল না। তবে কমিটি না দিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে প্রার্থী ও সর্মথকরা তাদের গাড়ি আটকে দেন বলে শুনেছি। তবে কে বা কারা গাড়ি ভাঙচুর ও হামলা করেছে আমি জানি না। আমার সর্ম্পকে মন্তব্য করা বেমানান।
স্থানীয় ছাত্রলীগ কর্মীরা জানান, বর্তমান বোদা উপজেলা ছাত্রলীগ কমিটি অধিকাংশ ইউনিয়নে কমিটি ঘোষণা না দিয়ে তারা পকেট কমিটি করছেন। এ নিয়ে আগেই অভিযোগ উঠে। সদ্য শেষ হওয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পত্রপত্রিকার শিরোনাম হয় উপজেলা কমিটি। যে কারণে প্রার্থীরা সভাস্থলে কমিটি ঘোষণার কথা বলেন। তবে তারা এটি না করে চলে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা বাধা দেন।
পাঁচপীর ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মারুফ জানান, আমার বিরুদ্ধে এভাবে অভিযোগ করা ঠিক হয়নি। আমি এখন ছাত্রলীগের কেউ নই। হামলা ভাঙচুর যারা করেছে তারা সকলেই বিক্ষুদ্ধ নেতাকর্মী।
বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়ালকে মোবাইল ফোন করা হলেও ধরেননি।
বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবায়েত হোসেন সবুজকে একাধিবার ফোন করা হলেও তিনি ধরেননি।
জেবি