সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন এক তরুণী। একই কারখানায় কাজ করতেন আমিন মিয়া এলিয়েন (২৫) নামে এক যুবক। এ সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে রেজিস্ট্রি ছাড়া মৌলভী দিয়ে বিয়ে পড়ান। এরপর গাজীপুর এলাকায় বাসা ভাড়া করে শুরু করেন দাম্পত্যজীবন। দেড় মাস তারা ঘরসংসার করেন। এরপর হঠাৎ একদিন পালিয়ে যান এলিয়েন।
ওই তরুণী এখন স্ত্রীর দাবি নিয়ে রোববার থেকে এলিয়েনের বাড়ির ঘরের দরজায় অবস্থান নিয়েছেন। এ দাবি মানেননি এলিয়েন ও তার বাবা-মা। বাড়ি ছেড়ে চলে গেছেন তারা।
এলিয়েন গাইবান্ধার সাঘাটা উপজেলা যাদুরতাইড় (খোলাভিটা) গ্রামের আয়নাল মিয়ার ছেলে। আর তরুণীর বাড়ি কুড়িগ্রামে।
প্রায় এক সপ্তাহ আগে এলিয়েনের বাড়িতে তরুণীটি স্ত্রীর মর্যাদা চেয়ে ব্যর্থ হয়। এ সময় স্থানীয় আজিবর নামে এক ব্যক্তির অধীনে থাকেন মেয়েটি। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে একই দাবি নিয়ে এলিয়েনের বাড়িতে আবারও অবস্থান নেন তিনি। এ ঘটনায় ঘরে তালা দিয়ে বাড়ি থেকে সটকে পড়ে এলিয়েন ও তার পরিবারের সবাই।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, এলিয়েন আমাকে মৌলভী দিয়ে বিয়ে করে প্রায় দেড় মাস ধরে দাম্পত্য জীবন কাটিয়েছে। এরই মধ্যে আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে এলিয়েন। আমি এখন স্ত্রীর মর্যাদা চাই, নইলে এ বাড়ি ছাড়ব না।
ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, এক সপ্তাহ আগে প্রথম দফায় এ ব্যাপারটি নিরসনের চেষ্টায় ব্যর্থ হয়েছি। নতুন করে আজ আবারও মেয়েটি অবস্থান নিয়েছে, এখন আমার করার কিছু নেই। পারলে মেয়েটি আইনগত ব্যবস্থা নিতে পারে।
সাঘাটা থানার ওসি রাকিব হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। বিষয়টি দেখা হবে।
এফএইচ