সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঋণের চাপে এক কৃষক আত্মহত্যা করেছেন। রোববার (১ অক্টোবর) উপজেলার চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আত্মহত্যা ব্যক্তির নাম হলেন কাসেম আলী (৪৬)। তিনি চাড়োল ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত হাপা মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বাবু জানান, অনেক টাকা ঋণ ছিল কাসেম আলীর। সম্প্রতি স্ত্রীর জমি বিক্রি করে ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। এরপর আরও সাত লাখ টাকা ঋণ ছিল তার। এসব টাকা পরিশোধের কোনো উপায় না পেয়ে তিনি এ কাজ করেছে বলে পরিবারের ধারণা।
তিনি আরও জানান, জুয়া খেলায় আসক্ত ছিলেন কাসেম আলী। আবাদি জমি দেখিয়ে টাকা নিয়ে জুয়া খেলে এসব ধার-দেনা করেছেন তিনি। পাওনাদারদের চাপে তিনি এ পথ বেছে নিয়েছেন।
কাসেমের বড় ছেলে মো. জুয়েল বলেন, আমার বাবা অনেক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন, সেই বোঝা সহ্য করতে পেরে তিনি আত্মহত্যা করেন বলে আমরা ধারণা করতেছি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরএ