সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইন্টার্নকালীন সময়ে ভাতা প্রদানের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি দিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন।
এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ সেবক-সেবিকারা অংশ নেয়।
ইন্টার্ন নার্সরা জানান, আমাদের লগবুকের ১৪নং পৃষ্ঠার কোড অব কন্ডাক্টের ইন্টার্ন ভাতার কথা উল্লেখ থাকা সত্ত্বেও কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছি না। নার্সিংয়ে ৯০ শতাংশ শিক্ষার্থী মেয়ে। আমাদের সপ্তাহে দুই দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদের নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যার ফলে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে।
ইন্টার্ন নার্স সুরাইয়া পারভীন রানী বলেন, হাসপাতালগুলোতে ইন্টার্নি করার সময় কর্তৃপক্ষ কোনো প্রকার ভাতা প্রদান করে না। কিন্তু দিন-রাত পরিশ্রম করে সেবা দিতে হচ্ছে আমাদের। তাই ইন্টার্ন চলাকালীন সময়ে ভাতা প্রদানের দাবি জানান তারা। দ্রুত এই দাবি মানা না হলে পরবর্তীতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। এতে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের।
এইউ