সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের বাউল সম্রাজ্ঞীখ্যাত সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মায়ের মেলার আয়োজন করা হয়।
রোববার (১ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে সন্ধ্যায় এই মায়ের মেলার উদ্বোধন করেন মমতাজ বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, পৌর মেয়র আবু নঈম বাশারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫) মারা যান।
মেলার আয়োজকেরা জানান, ‘গর্বিনী মা’ সম্মাননাপ্রাপ্ত উজালা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমতাজ বেগম মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিদর্শনস্বরূপ দুই দিনব্যাপী ‘মায়ের মেলা’ নামে এক বিশেষ মেলার আয়োজন করা হয়।
এইউ