সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৫ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর অভিযানিক দল। রোববার (১ অক্টোবর) দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানার বড় রাঙ্গামাটিয়া এলাকা থেকে আটক করা হয়।
রেজাউল করিম কুরিগ্রাম জেলার বুড়িঙ্গামাড়ি থানার ছিট পাইকছড়া এলাকার হবিবর রহমানের ছেলে।
র্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হাসান বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেপ্তার আসামি রেজাউল একজন চিহ্নিত মাদক সম্রাট । তিনি দীর্ঘদিন যাবত কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রেজাউল মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন রাঙ্গামাটি এলাকায় অবস্থান করছে। এ সময় সিপিসি-৩, র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য গ্রেপ্তার আসামি রেজাউলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এইউ