সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের গফরগাঁওয়ে মর্জিনা আক্তার তাসলিমা (৩৩) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে মোড়া দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার রাত ১০টার দিকে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নে বাগুয়া গ্রামে ওই নারীকে পিটিয়ে আহত করে স্বামী।
নিহত মর্জিনা আক্তার তাসলিমা ওই এলাকার শফিক মিয়ার স্ত্রী। মর্জিনা আক্তার তাসলিমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি দুই সন্তানের জননী।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী শফিক মিয়া মোড়া দিয়ে তাসলিমার ঘাড়ের নিচে সজোরে আঘাত করেন। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাসলিমার পরিবারের লোকজনকে খবর দেয় শফিক মিয়া। পরে তাসলিমার স্বজনরা শফিক মিয়ার বাড়িতে আসে। রাতে তাসলিমাকে চিকিৎসকের কাছে না নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতেই রেখে দেয়। রোববার সকাল ৬টার দিকে তাসলিমাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেয়। পরে সকাল ৯টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. ফারুক আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
এইউ