সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের পৌরসভায় নিজের জমির গাছ কাটাকে বাধা দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরের হাতে সাংবাদিক মারপিটের শিকার হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দাজ্ঞাপন করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক আলামিন খান সুমন কার খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক, সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে।
খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলে তাদের সামনে সুমনকে কাউন্সিলর খান আবু বক্কার হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক সুমন বাগেরহাট আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর মডেল থানায় একটা অভিযোগ দাখিল করেছেন। কাউন্সিলর খান আবু বক্কার বাগেরহাট জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জ্ঞাপন ও শ্রমিক লীগ নেতার শাস্তি দাবি করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে রোববার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর সন্ত্রাসী কার্যকলাপের বিচার ও সাংবাদিকের জীবনের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি দেওয়া হয়।
এইউ