সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুর নগরীর আলমনগর খামার পাড়া মহল্লায় নুপেল ছাত্রী নিবাসে টিকটক ভিডিও’র মাধ্যমে নাঈম নামে এক যুবককে দোষী করে আত্মহত্যা করেছে জেসি আক্তার ভাবনা (১৭) নামে এক শিক্ষার্থী। রোববার (১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের সময় ভাবনার শরীর থেকে হাতে লেখা দুটি চিঠি পাওয়া গেছে।
গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুর নগরীর আলমনগর খামার পাড়া মহল্লায় নুপেল ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় দোষী নাঈমকে রেলগেট এলাকা থেকে আটক করে মেট্রোপলিটন পুলিশ।
স্থানীয়রা জানায়, নগরীর আলমনগর খামার পাড়া এলাকায় নুপেল ছাত্রী নিবাসে গত এক সপ্তাহের ব্যবধানে একই রুমে প্রেমের বলি হলেন দুই শিক্ষার্থী। গত ২৬ সেপ্টেম্বর একই রুমে থাকা আরেক শিক্ষার্থী মোছা. কল্পনা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
নিহত কল্পনা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর গ্রামের মোক্তারুল হকের মেয়ে। আর ভাবনা দিনাজপুরের কোতোয়ালির পশ্চিম চাউলিয়া পোট্টি গ্রামের মৃত জহির ভারতের মেয়ে। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও আপলোড করেন ভাবনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর নগরীর বাবু পাড়া রেলগেট এলাকার মো. আসলামের ছেলে নাঈম ইসলাম জেমি আক্তার ভাবনার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে ভাবনা নাঈমকে বিয়ের কথা বললে সে লাপাত্তা হয়ে যায়। পরে ভাবনা টিকটক ভিডিওতে প্রশাসনের কাছে বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেন। এরপর শনিবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ভাবনা।
মামলার বাদী মীম আক্তার আরও বলেন, আমার মেয়ে যার জন্য মারা গেছে, আমি তাদের ফাঁসি চাই। এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ্ আলম সরদার বলেন, প্রেমঘটিত কারণে এমনটা হয়েছে। আমরা খামার মোড়ের সামনে রেলগেটের একটি দোকান থেকে নাইম ইসলামকে আটক করেছি। মামলা রুজু হয়েছে।
এইউ