দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ইন্টার্ন ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা শাখা।
রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বরগুনা জেলা শাখার সভাপতি ইসরাত জাহান মিতু বক্তব্যে বলেন, তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি পাশ করে তারা ইন্টার্ন করছেন। সরকারি গেজেটে ইন্টার্ন নার্সদের ৭ হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়ার কথা থাকলেও তারা কোনো ভাতা পাচ্ছেন না। ইতোপূর্বেও তারা ভাতার দাবি করেছেন। ভাতা দেওয়া না হলে আজ থেকে তারা লাগাতার কর্মবিরতি পালন করবেন বলে জানান।
জেবি