সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
রোববার (১ অক্টোবর) সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহরের সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, প্রবীণ সালেহা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়। আজকের যুবক আগামী দিনের প্রবীণ তাই প্রবীণদের অবহেলা নয়। প্রবীণদের কাছ থেকেই আগামীর সকল বিষয়ে জানাতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এ সময় বক্তারা প্রবীণদের বয়স্ক ভাতাসহ সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানান ।
জেবি