সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝালকাঠি কালেক্টরেট মসজিদের পাশে এক আনসার সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ও পিঠে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। আহতের পিঠের আঘাতে ১৪টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত যুবক ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠির মৃত শেখ কালুর ছেলে মো. শেখ সাঈদ (৪২)। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় অগ্রণী ব্যাংকে আনসার সদস্য হিসেবে নিরাপত্তার দায়িত্বে কর্মরত।
আহত শেখ সাঈদ বলেন, মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীর চেম্বারে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক হেলমেট পরা অবস্থায় দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর আক্রমণ করে। তারা এলোপাতাড়ি কোপাতে শুরু করলে আমি চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, হামলায় আনসার সদস্যকে আহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে গিয়েও রোগীর সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি