দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে নির্বাচনি প্রচার-প্রচারনা ও গণসংযোগ। প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। প্রার্থীদের সঙ্গে প্রচারণায় দেখা গেছে ভিন্নতা।
এবার নিজের শখের মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে প্রচারে নেমেছেন নাজিম নামের এ যুবক। তিনি ৩০ হাজার টাকা খরচ করে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছেন।
জানা গেছে, ভোলার লালমোহনে নৌকার ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন নাজিম উদ্দিন নামের এক ব্যক্তি। নিজের শখের মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের অলিগলি। তার এ নৌকা দেখতে আগ্রহের যেন শেষ নেই মানুষের। নৌকা বানাতে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা।
ভোলার লালমোহনের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাবা মৃত মোতাহার মিয়াও ছিলেন আওয়ামী লীগের কর্মী।
প্রতীক বরাদ্দের পর থেকে লালমোহন ও তজুমদ্দিনের অলিগলি ঘুরে নৌকার প্রচার করছেন তিনি। এ পর্যন্ত এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
তার নৌকায় টাঙ্গানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভোলা-৩ আসনের নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধূরী শাওনের ছবি। রয়েছে স্বাধীন দেশের জাতীয় পতাকাও।
তার মোটরসাইকেল নৌকা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। নৌকার গণসংযোগ ও উঠানবৈঠকে হাজির হন তিনি।
নৌকাকে মোটরসাইকেলের আদলে সাজানোর ফলে মানুষের নৌকার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। তখনই মানুষ নৌকায় ভোট দেবেন এমনটি মনে করছেন নাজিম উদ্দিন।
নাজিম উদ্দিন বলেন, আমাদের পরিবারের সবাই নৌকাকে ভালোবাসেন। আমিও নৌকার সমর্থক। নুরুন্নবী চৌধুরী শাওন ভাইকে ভালোবেসে নির্বাচনকে কেন্দ্র নিজের মোটরসাইকেলটিকে নৌকা বানিয়ে ঘুরে বেড়াচ্ছি। নৌকা দেখে মানুষ ভিড় জমান। তাদের কাছে এটি ভালো লাগে। আমিও আনন্দ পাই।
ভোলা-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধূরী শাওন বলেন, ভোলা-৩ আসনটিতে আশা করি ভোটারদের উপস্থিতি রেকর্ড সৃষ্টি হবে। মানুষ উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন।
ভোলা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। এর মধ্যে এগিয়ে নৌকার মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধূরী শাওন। এখানে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার।
জেবি