সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির পিতা মোহন দাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) আমাদের কাছে অহিংসার প্রতীক হিসেবে পরিচিত। আর তিনি নোয়াখালীতে এসেছেন যা আমার জন্য সব সময় গর্বের। আমি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীর সব অনুষ্ঠানে থাকি। ভারত আমাদের পরম বন্ধু। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করেছে। ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রমে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ুথ পিস ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এসব কথা বলেন।
অনুষ্ঠানে গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সরওয়ার, যুগ্ম সচিব শেখ হুমায়ুন কবির, জেলা দায়রা জজ নিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক অজিত দেব, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার প্রমুখ।
এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, কেনিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের ৩৫০ জন প্রতিনিধি ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন।
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস বলেন, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী এবং গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২ অক্টোবর সমাপনী দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জেবি