সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাগড়াছড়িতে অবৈধ পথে নিয়ে আসা ২৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, একদল কারবারি অবৈধ পথে ভারতীয় শাড়ি নিয়ে গুইমারায় প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে বাইল্যাছড়ি স্কুল পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দ শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জেবি