সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি- জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের টাউনক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. কানাই লাল বিশ্বাষ।
সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাড. মোস্তফা কামাল, দিলীপ সন্যাসী, খান মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদস্য ইসাহাক আলী খান পান্না, জেলা সদস্য একেএম আজিম, প্রচার সম্পাদক শহিদুল হক পান্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুল হক সেন্টু প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়ালের বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।
তিনি বলেন, ৭১ এ মহান মুক্তিযুদ্ধে আমেরিকা বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, ঠিক তেমনি আজ শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ যখন উন্নয়নের শিখরে পৌঁছাতে যাচ্ছে তখন আমেরিকা নতুন চাল ভিসানীতি প্রয়োগ করে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। জামায়াত-বিএনপির উদ্দেশে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ করে নির্বাচনে আসেন। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। কোনো ষড়যন্ত্রেই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।
এইউ