সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁয় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা পুলিশ আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁয় বরাবরের মতো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক জ্যাম রোধ, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
জেলায় শান্তিপূর্ণ পরিবেশে এবং আসন্ন দুর্গাপূজাকে সার্বজনীন করে তুলতে বিভিন্ন পরামর্শ সম্বলিত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গাজীউর রহমান, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান, পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, নওগাঁ ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ কুমার চৌধুরী, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, নওগাঁ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সরকার, মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার কুন্ড, ধামুরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, আত্রাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ কুমার সরকার, বদলগাছি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, রানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, মান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত এবং নওগাঁ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুলক সরকার।
উল্লেখ্য, এ বছর নওগাঁ জেলায় মোট ৮২৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
এইউ