সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে নজরুল উৎসব নড়াইল-২০২৩ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও অগ্নিবীণার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ.এফ.এম হায়াতুল্লাহ।
বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, সিটি কলেজের অধ্যাপক মলয় কান্তি নন্দী, নড়াইল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক, যশোরের সাপ্তাহিক পত্রিকা সোনালী দিনের প্রকাশক সম্পাদক এইচ এম আহসান বিপ্লব, নড়াইল অগ্নিবীণার সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম সিরাজ। মুখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।
বক্তারা বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সাম্যের কবি। কবি নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষের সমতা, সম্প্রীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাঁশরী’র শিল্পীরা সঙ্গীত এবং কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের শিল্পীরা নাটক নীলকুঠি পরিবেশন করেন। বাঁশরী ও অগ্নিবীণার কর্মকর্তা-সদস্যগণ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এইউ