সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক এবং বাংলা একাডেমির চেয়ারম্যান ড. সেলিনা হোসেনের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে বরগুনায়।
বরগুনা জেলা প্রশাসন ও বরগুনা শিশু একাডেমির আয়োজনে আলোচনাসভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক জনাব মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ আলহাজ মো. আ. রশিদ মিয়া প্রমুখ। এ সময় বরগুনা জেলার সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেলিনা হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তরা বলেন, সেলিনা হোসেনের কাজে মেধা ও মননের স্বাক্ষর স্বতন্ত্র। তার লেখা বই দেশের বাইরেও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। সেলিনা হোসেন ১৯৭০ সালে বাংলা একাডেমিতে যোগ দিয়ে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন ।
বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সময় কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
এইউ