সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এক দফা দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলায় নতুন করে ২২টি মিথ্যা ও গায়েবি মামলায় প্রায় পৌনে তিনশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রোডমার্চ কর্মসুচির শিডিউল অবহিত করতে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেছেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অগণতান্ত্রিক সরকারের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে এই আন্দোলনকে বন্ধ করতে চায়। গত ১৫-২০ দিন ধরে ময়মনসিংহ বিভাগের জেলা, মহানগরের প্রতিটি এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। একের পর এক মিথ্যা মামলা দায়ের করে গণগ্রেপ্তার করছে। প্রশাসনের এহেন বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা, হামলা, দমন, নিপীড়ন, গ্রেপ্তার, হয়রানি বন্ধের জোর দাবি জানান তিনি।
একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে রোডমার্চসহ আন্দোলন সংগ্রাম তথা রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক জানান, সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বগারবাজারে গণসমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শুরু হবে। এরপর রোডমার্চের গাড়িবহর বগারবাজার থেকে রওনা হয়ে চুরখাই বাজার, বাইপাস মোড়, কেওয়াটখালি, শম্ভুগঞ্জ ব্রিজ, চায়না মোড়, শম্ভুগঞ্জ বাজার, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল হয়ে কিশোরগঞ্জে শেষ হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমদাজ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য ইয়াসের খান চৌধুরী, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইউ