সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৫) ও সবুর (৯) নামে দুই ভাই-বোনের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও সাহাদ ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই ও বোন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, ফাতেমা ও সবুর তাদের বাড়ি সংলগ্ন বারনই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সে-ও স্রোতে তলিয়ে যায়। ঘটনাটি আশেপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করে। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলের কিছু দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এইউ