সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জয়পুরহাটের কালাই উপজেলায় একই পরিবারের তিন মেয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সন্ধান চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন বাবা শাহীন প্রামানিক। বিভিন্ন জায়গায় তাদের সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ হওয়া মেয়েরা হলো কালাই উপজেলার দুরঞ্জ গ্রামের শাহীন প্রামাণিকের মেয়ে শায়লা খাতুন (১১), শাকিলা (১৩) ও লয়লা (৭)।
কালাই থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ভুক্তভোগীর মেয়ে শায়লা (১১) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে না পেয়ে সেদিনেই ভিকটিমের মা মোর্সেদা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। এরপর গত ২১ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪টার দিকে অজ্ঞাতনামা দুই নারী শায়লাকে তার বাড়িতে নিয়ে আসে। তখন অজ্ঞাতনামা দুই নারী জানায়, শায়লাকে জয়পুরহাট রেলস্টেশনে পাওয়ার পর তার কাছ থেকে নাম, ঠিকানা জেনে তাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে ৷
তখন সরল বিশ্বাসে শাহীন তাদের আপ্পায়ন করার পর তাদের রাত্রিযাপনের জন্য বলেন। তারা রাত্রিযাপন করে ও তিন মেয়েসহ অজ্ঞাতনামা দুই নারী ঘুমিয়ে পড়েন। রাতের এক সময় শাহীন প্রসাব সেরে ঘরে ফিরে লক্ষ্য করে দেখতে পায় অজ্ঞাত ওই নারীসহ তার তিন সন্তান ঘরে নেই।
শাহীন চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে তাদের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কালাই থানার ওসি ওয়াসীমুল আল বারী জানান, একই পরিবারের তিন কন্যাশিশু নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। পরিবার আগে হারানো মেয়েটিকে থানাতে না জানিয়ে বাড়িতে নিয়েছে তারা এটা ভুল করেছে। যাইহোক তদন্ত চলছে ও শিশুদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।
জেবি