দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টানা তিন দিনের সরকারি ছুটিতে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকের ভিড় জমেছে। ঈদে মিলাদুন্নবী, শুক্র ও শনিবার সরকারি ছুটিতে বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ।
যারা রুম পেয়েছেন তাদের অনেকেই এক মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়েছেন। এদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবার হোটেল ও রিসোর্ট মালিকরা।
সাজেক কুড়েঘর রিসোর্টের ম্যানেজার জোথেন ত্রিপুরা জানিয়েছেন, সাজেকে সব রিসোর্টগুলো শতভাগ বুকিং রয়েছে। তিন দিনের ছুটিতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে।
সাজেকের রিসোর্ট ব্যবসায়ী মো:মামুন বলেন, সাজেকে বর্তমানে দেড় শতাধিক রিসোর্ট ও কটেজ আছে। প্রতিটি কটেজে কমপক্ষে ৪০ জন করে টুরিস্ট রাত্রিযাপন করতে পারে। এতে করে সাজেকে প্রায় ৬ হাজার টুরিস্ট রাত্রিযাপনের সুযোগ রয়েছে। বর্তমানে এরচেয়ে বেশি পর্যটক সাজেকে অবস্থান করছেন।
সাজেকের স্থানীয় সাংবাদিক মো. জুয়েল বলেন, সাজেকে বেড়াতে এসে অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন।
অপরদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ।
তিনি আরও বলেন, তবে দেশের বিভিন্ন স্থান থেকে যেসকল পর্যটক সাজেকে বেড়াতে আসেন তারা যদি আগে থেকে সাজেকের রিসোর্ট বা কটেজে অগ্রিম বুকিং দিয়ে আসেন তাহলে কাউকে কষ্ট করতে হবে না।
জেবি