সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে ঝগড়ার জেরে ভাগ্নের হাতে খুন হয়েছেন খালা হারুনী বেগম (৩৭)। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাগ্নে আলমগীর হোসেন (২৭) পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হারুনী বেগম স্বামীর সাথে বিচ্ছেদের পর ছেলে বাবু ও মেয়ে সুমিকে নিয়ে প্রায় দশ বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অপর দিকে আলমগীর তার বাবা আব্দুল মালেকের মৃত্যুর পর মা বিমলা বেগমের সাথে একই বাড়িতে অবস্থান করছিল। পৃথক ঘরে বসবাস করলেও বাড়িতে যাবার রাস্তা নিয়ে দুই বোনের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো।
সেদিন সকালে দুই বোনের ঝগড়ার এক পর্যায়ে আলমগীর তার খালা হারুনী বেগমকে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকায় নেওয়ার পথে হারুনী বেগমের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফএইচ