সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একান্ত সহকারী আব্দুল মান্নানের বাড়িতে হামলা করেন দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলার লাকসাম পৌরসভার গাজীমুড়া কামিল মাদরাসা মাঠে আলোচনা সভায় হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় আব্দুল মান্নানের সমর্থিত আওয়ামী লীগের কর্মী ফারুক, রাশেদ, শাহজান,মনিরসহ সাতজন গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একান্ত সহকারী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে আমার বাড়ির পাশে মাদরাসার মাঠে একটি আলোচনা সভা করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সেখানে উপস্থিত হলে অতর্কিতভাবে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদেরকে জিম্মি করে আমাদের মোবাইল ফোন ছিনতাই করা হয়।
তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ মাহফুজ আহমেদ।
জেবি