সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের রামপালে পানিতে ডুবে মো. আজিম শেখ (১৯ মাস) ও আয়েশা খাতুন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজিম শেখ উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ছেলে ও আয়েশা গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের মো. আলমগীর গাজীর মেয়ে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিশু আজিম তার ঘরের পেছনে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। আশেপাশে কেউ তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। অন্যদিকে একই দিন দুপুর আড়াইটার দিকে চিত্রা গ্রামে বাড়ির পাশে খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে আসতেছিল শিশু আয়েশা। হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। সে সাঁতার না জানায় এবং আশেপাশে তাকে উদ্ধার করার মতো কেউ না থাকায় সেখানে শিশু আয়েশার মৃত্যু হয়।
এ ঘটনায় রামপাল থানায় মৃতশিশুর বাবা মো. সফরুল শেখ বাদী হয়ে একটি ও আয়েশার বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন, রাজনগর ইউনিয়নে ও গৌরম্ভা ইউনিয়নে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি