সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীতে আবদুল মোতালেব পিটু (২৮) নামে এক যুবলীগ নেতাকে পুলিশে দিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এর আগেও তাকে জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের সাথে অসদাচরণের অভিযোগে পুলিশে দিয়েছিলেন নিজাম হাজারী। পিটু বহিরাগত উশৃঙ্খল ছেলেদের নিয়ে শহরের রামপুর এলাকায় আধিপত্য বিস্তার করে। তাতে দলীয় লোকজনও তার কাছে হেনস্তার শিকার হয়।
সম্প্রতি দলীয় এক সভায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে অসদাচরণ করলে তিনি নিজাম হাজারীর সরণাপন্ন হন। নিজাম হাজারী বুধবার সন্ধ্যায় পিটুকে শহরের মাস্টারপাড়ায় ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৮টি ও সোনাগাজী থানায় ২টি মামলা রয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আরএ