সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারের ব্যবসায়ী রাসেলকে ষড়যন্ত্রমূলক মিথ্যা ঘটনা সাজিয়ে দায়ের করা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাহাপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী রাসেল জাহাপুর বাজারে ২০ বছর ধরে ব্যবসা করছেন। এই বাজারের কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তির সঙ্গে রাসেল কোনো খারাপ আচরণ করেনি। আর সেই ব্যক্তিকে আজ মাদক বিক্রির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।
বক্তারা আরও বলেন, তারই ভগ্নিপতির সঙ্গে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসতে আমরা শুনেছি। তারই অংশ হিসেবে এই মামলা কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল করিম মুন্সী, ফারুক হোসেন, তৌফিক, শাহজাহান মেম্বার, জাকির হোসেন মেম্বার, ডালিম মেম্বার, আমেনা বেগম, সুমি বেগম, জোহরা বেগম, হালিমা বেগম, আলম, করিম প্রমুখ।
জেবি