সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের মো. আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে (৩১) আগ্নেয়াস্ত্রসহ লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।
আলী আকবর চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী গ্রামের মো. মঞ্জুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজি ও ডাকাতি প্রস্তুতিসহ ১০টি মামলা রয়েছে।
এর আগে আলী আকবরকে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের জনৈক রাব্বির বাড়িতে অভিযান পরিচালনা করে বিল্ডিংয়ের ছাদে অবস্থিত প্লাস্টিকের পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আকবরের কাজ একটি রিভলবার ও একটি দেশীয় এলজি (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়।
পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান, চট্টগ্রামের ৮ মার্ডারের প্রধান আসামি শিবিরের ক্যাডার সাজ্জাদের সহযোগী আলী আকবর। সে বিভিন্ন স্থানে আত্মগোপন থেকে মোবাইল ফোনে চাঁদাবাজি করত। চাঁদা না দিলে হত্যার হুমকি দিত। আকবর দুই মাসে আগে লক্ষ্মীপুরে বাসা ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে।
জেবি