সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ কুমার সাহার বিরুদ্ধে তার কালো টাকার লেনদেনে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নড়াইলের বাসিন্দা ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস (৩২)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জ্বল বিশ্বাস জানান, তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার ছাত্রা গ্রামে। তিনি যশোর শহরতলীর পালবাড়ি মোড়ে ইলেকট্রনিক্সের ব্যবসা করেন। তার দোকানে কাজের সুবাদে আসা-যাওয়া করায় এএসআই আশীষের সঙ্গে পরিচয় হয়। উজ্জ্বল বিশ্বাসকে ছোট ভাই হিসেবে সম্পর্ক স্থাপন করেন এএসআই আশীষ। পরবর্তীতে এএসআই আশীষ ব্যস্ত থাকার অজুহাতে উজ্জ্বল বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ছোটখাটো লেনদেন শুরু করেন। একপর্যায়ে তারা একাউন্টে লাখ লাখ টাকা লেনদেন শুরু করেন। একদিন পুলিশের দুই সদস্য এএসআই আশীষের জন্য তার কাছে ১৪ লাখ টাকা রেখে যান। এরপর আশীষ ফোন করে ওই টাকা উজ্জ্বলের ব্যাংক একাউন্টে জমা রাখতে বলেন। পরবর্তী সেই টাকা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার করা হয়।
উজ্জ্বল বিশ্বাস আরও জানান, এএসআই আশীষ ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত তার একাউন্ট ব্যবহার করে প্রায় ৬৫ লাখ টাকা লেনদেন করেছে। এত টাকা লেনদেনের বিষয়টি সন্দেহজনক হওয়ায় উজ্জ্বল বিশ্বাস ধারাবাহিক এ লেনদেন করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল বিশ্বাসের ওপর নির্যাতন শুরু করে এএসআই আশীষ। তিনি উজ্জ্বলের দোকানে ভাঙচুর করে সিসি ক্যামেরার হার্ডডিক্স ও পাসওয়ার্ডসহ দুটি ব্যাংকের কার্ড ছিনিয়ে নেয়। পাশাপাশি পাঁচ লাখ টাকার একটি চেকে এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এখন এএসআই আশীষ ২৫ লাখ টাকা পাবে দাবি করে আটক ও গুমের হুমকি দিচ্ছে। এএসআই আশীষ নিজেকে ডিআইজির লোক পরিচয় দিয়ে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। এ অবস্থায় উজ্জ্বল বিশ্বাস প্রাণ রক্ষায় পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযুক্ত এএসআই আশীষ কুমার সাহার মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা উজ্জল বিশ্বাসের নামে অনেক অভিযোগ রয়েছে। মাদকসহ অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি অন্যপথে নিতে তিনি পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাকে নির্যাতন বিষয়টি জানা নেই।
জেবি