সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলামের ছুরিকাঘাতে আক্তার মিয়া (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পত্তন ইউনিয়নের পত্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, নিহত আক্তার মিয়া ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তারই মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলাম বাড়ির সামনে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। ওনার বুকের ডান পাশে এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ভারসাম্যহীন ছেলে তার বাবাকে বাবা বলে স্বীকার করতেন না। এই ধারণা থেকে পরিবার জানিয়েছে ছেলে সাইফুল ইসলাম এ ঘটনা ঘটাতে পারে। তবে সে প্রায় সময়ই তার বাবা-মাকে মারধর করত।
তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক ছেলে পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।
জেবি